ভোলায় সরকারি চাল আটক, একজনের জেল-জরিমানা

ভোলায় বিসিক শিল্প নগরীতে একটি মিল থেকে বিপুল পরিমাণ সরকারি চাল আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মিলটির এক কর্মচারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।  

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2019, 04:04 PM
Updated : 18 Nov 2019, 04:04 PM

বিসিক শিল্প নগরীতে ‘খান ব্রাদার্স’-এর মিলে সোমবার এই অভিযান চালান ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হোসেন।

কাউছার হোসেন বলেন, খান ব্রাদার্স মিলে প্রায় ১০৩ মেট্রিক টন চালের মধ্যে ৯৪ মেট্রিক টন (প্রায় ৩২শ বস্তা) চাল সরকারি।

“তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন চালের সঙ্গে সরকারি চাল মিশিয়ে অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডের প্যাকেটে করে বাজারজাত করছে বলে অভিযোগের প্রমাণ মিলেছে।”

তিনি জানান, মিলটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। মিলের ম্যানেজার মো. মোতালেবকে ছয় মাসের বিনাশ্রশ কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডিত মোতালেব ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোজাফফর সিকদারের ছেলে।