কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে ‘রোহিঙ্গা’ নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছে; যাকে মাদক পাচারকারী বলছে বিজিবি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র-ইয়াবা।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2019, 06:08 AM
Updated : 15 Nov 2019, 06:08 AM

শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার ছুরি খালে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল হাসান খান।

নিহত নূর কবির (২৮) মিয়ানমারের রাখাইন রাজ্যের মোহাম্মদ মোতালেবের ছেলে।

ঘটনার বর্নণায় বিজিবি কর্মকর্তা ফয়সল বলেন, ঘটনাস্থলে বিজিবির একটি টহলদলকে লক্ষ্য করে ৩/৪ জন মাদক পাচারকারি গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে।

" এক পর্যায়ে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় বিজিবির ২ সদস্য আহত এবং ঘটনাস্থলে তল্লাশি করে এক লাখ ২০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও দুটি গুলি পাওয়া যায় বলে ফয়সল জানান।