ঝড়ের ক্ষতি পোষাতে স্বল্পকালীন শাক-সবজি আবাদের পরামর্শ

গোপালগঞ্জে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে শীতের সবজির ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 09:56 AM
Updated : 13 Nov 2019, 10:09 AM

এ বছর বর্ষার শেষে গোপালগঞ্জের কৃষকেরা ৬৭৭ হেক্টর জমিতে লাউ, টমেটো, উচ্ছে, লাল শাক ও কুমড়াসহ আগাম শীতের সবজি আবাদ করে; ঘূর্ণিঝড়ের কারণে যার ৫২০ হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাষ্য।

এছাড়া ৪২৩ হেক্টর ক্ষেতের ধান, ৩১ একর ক্ষেতের কলা, ১০ হেক্টর জমির পেঁপে ও ১৭ হেক্টর জমির পান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

তবে কৃষকদের এ বিপদ থেকে উদ্ধারে ‘প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে’ বলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমেশ চন্দ্র ব্রহ্ম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ক্ষেতে পানিতে তলিয়ে যাওয়া সবজি মরে যাবে। এগুলো পরিচর্যা করে লাভ নেই।

“তবে যেসব ক্ষেতের সবজি সামান্য জীবিত আছে, সেগুলোকে সার দিয়ে পরিচর্যা করলে বাঁচানোর সম্ভাবনা আছে।“

এছাড়া এ মুহূর্তে ক্ষয়ক্ষতি থেকে উদ্ধার পেতে লাল, পালং, ঘি-কাঞ্চলের মত স্বল্পকালীন শাক-সবজি আবাদ করতে কৃষকদের বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এগুলো ১০ থেকে ১৫ দিনের মধ্যে ফল দেয়।”  

কৃষকদের ক্ষয়ক্ষতির তালিকা ঢাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পুর্ণবাসনের জন্য টাকা বরাদ্দ পাওয়া গেলে তার ভিত্তিতে কার্যক্রম হাতে নেওয়া হবে।

এদিকে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে হতাশ কৃষকেরা।

আবহাওয়া অনুকূলে থাকলে শীতের এসব সবজির বাম্পার ফলন পান বলে জানালেন গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের কৃষক নারায়ণ বিশাস।

তিনি জানান, এবার হেমন্তের শুরুতেই তারা লাউ, উচ্ছে, লাল শাক বিক্রি করে কাঁচা পয়সা ঘরে তুলতে শুরু করেন।

“ক্ষেতে পাকতে শুরু করে টমেটো।

“কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে তাদের সবজিতে লাভের স্বপ্ন চুরমার হয়ে গেছে।”

ঝড়ে মাচা ভেঙে বৃষ্টির পানিতে লাউ ও কুমড়া গাছ তলিয়ে গেছে। এতে মরে যাচ্ছে ফলন্ত লাউ ও কুমড়ার গাছ বলে জানালেন তিনি।

“ঝড়ে টমেটো ও উচ্ছের গাছ ছিন্নভিন্ন হয়ে গেছে। লাল শাক মাটির সঙ্গে মিশে গেছে। টমেটো ও উচ্ছের ক্ষেত টিকিয়ে রাখতে তারা শেষ চেষ্টা করছেন।

“এরই মধ্যে এসব সবজি ক্ষেতেও মড়ক ধরেছে।”

টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা গ্রামের বিরাট চন্দ্র বিশ্বাস বলেন, “আমাদের ঘেরপাড়ে প্রচুর টমেটো উৎপাদিত হয়। এ টমেটো গোপালগঞ্জ, ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় যায়।

আগাম টমেটোতে প্রতিবছর প্রচুর লাভ করেন উল্লেখ করে তিনি জানান, এ বছর ঝড়ে তাদের টমেটো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

“ঝড়ে আমাদের কোমর ভেঙে গেছে।”

কণা রায় ও শিশির রায় জানান, টমেটোর ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় তারা চোখে মুখে অন্ধকার দেখছেন।

টুঙ্গিপাড়ার গোপালপুর গ্রামের কৃষক রমেশ হালদার বলেন, “ঝড় আমাদের টমেটো, লাউ, কুমড়া, লাল শাক ও উচ্ছে কেড়ে নিয়েছে।

“এসব হারিয়ে আমরা দিশেহারা।”

তবে কৃষকেরা দ্রুত এ ক্ষতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াবে আশা প্রকাশ করে রমেশ চন্দ্র বলেন, “কৃষকদের পাশে থেকে তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”