দিনাজপুরে মার্কেটে অগ্নিকাণ্ড

দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র জেল সুপার মার্কেটে একটি মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারসহ সাতটি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2019, 08:21 AM
Updated : 9 Nov 2019, 08:22 AM

শনিবার বেলা সোয়া ১১টায় কুরবান মটর সাইকেল সার্ভিসিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল মেকার কিশোর মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎ না থাকায় দোকানে মোমবাতি জ্বালিয়ে মটর সাইকেলের ট্যাংক ওয়াশ করার সময় পাশে থাকা পেট্রোলে আগুন লেগে নিমিষেই তা দাউদাউ করে জ্বলে ওঠে।  পরে তা অন্য দোকানে ছড়িয়ে পড়ে।

দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

“আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণ বিঘ্নিত হয়েছে।”

তিনি জানান, মোটরসাইকেল সার্ভিস সেন্টারটিতে মবিলসহ দাহ্য পদার্থ থাকায় নিমেষেই তা পাশের ফার্নিচার ও জুতার দোকানসহ সাতটি দোকানে ছড়িয়ে পড়ে। কোন হতাহতের ঘটনা না ঘটলেও সাতটি মোটর সাইকেলসহ দোকানের মালাপত্র পুড়ে ছাই হয়ে গেছে।