মাদকের আসামি ছিনিয়ে নিতে হামলা, ৩ পুলিশ আহত

নোয়াখালীতে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের উপর হামলা চালিয়েছে একদল লোক।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2019, 05:54 PM
Updated : 6 Nov 2019, 05:54 PM

বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামে এই হামলায় গোয়েন্দা পুলিশের দুই এসআই ও এক এএসআই আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করেছে বলেও জানান জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

এসপি আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে বুধবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল একলাশপুর গ্রামে অভিযান চালিয়ে মামক ব্যবসীয় আবদুর রশিদ সায়েম ও আমির হোসেনকে আটক করে।

“এ সময় তাদের কাছ থেকে একশ ইয়াবা ট্যাবলেট, একটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।”

এসপি বলেন, আটক সায়েম ও আমির হোসেনকে নিয়ে জেলা সদরে ফেরার সময় তাদের আত্মীয়-স্বজনসহ স্থানীয় একদল লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশকে লক্ষ করে তারা ইটপাটকেল ও মরিচের গুঁড়া নিক্ষেপ করে।

“হামলায় ডিবি পুলিশের এসআই সাহেদ মিয়া (৪০), এসআই জাকের হোসেন (৪২) ও এএসআই হেলাল উদ্দিন(৩৫) গুরুতর আহত হন।” তিনি বলেন, আত্মরক্ষার্থে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ।

এসপি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকের একধিক মামলা রয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।