বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ছাদেকুল আরেফিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিনকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2019, 02:57 PM
Updated : 4 Nov 2019, 03:01 PM

এ বিষয়ে রোববার রাষ্ট্রপতির আদেশের প্রজ্ঞাপন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রায় ৬ মাস পর নতুন উপাচার্য পেল দক্ষিণের এই বিশ্ববিদ্যালয়। ড. ছাদেকুল আরেফিন মাতিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক।

ছাদেকুল আরেফিন মাতিন সাংবাদিকদের বলেন, বর্তমান কর্মস্থল থেকে রিলিজ নিতে রাজশাহী যাচ্ছেন। বুধবার নতুন কর্মস্থল বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে পারবেন বলে আশা করছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়কে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন নতুন ভিসি।

শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার পর সাবেক উপাচার্য এসএম ইমামুল হকের অপসরাণের দাবিতে আন্দোলনের মুখে গত ১১ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত তাকে ৪৬ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। গত ২৭ মে ভিসি হিসেবে তার মেয়াদ শেষ হয়।

এরপর মন্ত্রণালয়ের একাধিক নির্দেশে ভিসির রুটিন দায়িত্ব পালন করেন ট্রেজারার মাহবুব হাসান। গত ৭ অক্টোবর ট্রেজারার হিসেবে মাহবুবের মেয়াদ শেষ হয়। কার্যত এরপর থেকে পুরোপুরি অভিভাবক শুন্য হয়ে যায় বরিশাল বিশ্ববিদ্যালয়।