‘ভারতে গিয়ে ফেরার পথে’ রোহিঙ্গা তরুণী আটক

ভারতে থেকে অনুপ্রবেশের সময় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট থেকে এক রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে; যিনি মাদারীপুর জেলার শিবচর থানার ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট বানিয়ে ভারতে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2019, 07:04 AM
Updated : 31 Oct 2019, 07:58 AM

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ বুধবার রাত ৮টার দিকে ওই রোহিঙ্গা তরুণীকে শিবচর থানায় হস্তান্তর করে।

আটক সাহানা আক্তার (২৩) টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পোর বাসিন্দা।  

পরিদর্শক (তদন্ত) আমির বলেন, গত ১ অগাস্ট সাহানা দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে যায়। এরপর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভারতের গেদে সীমান্ত দিয়ে চুয়াডাঙ্গায় প্রবেশ করেন তিনি।

“এ সময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তারা সাহানাকে গ্রেপ্তার করে।”    

তিনি বলেন, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে ইস্যু করা ওই রোহিঙ্গা তরুণীর পাসপোর্টে বাবার নাম বাবুল দরানী ও মায়ের নাম নিলুফা বেগম এবং জন্ম তারিখ ১৪ জুন ১৯৮৯ লেখা রয়েছে। আর তার বাড়ির ঠিকানা মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রাম রায়েরকান্দি গ্রাম উল্লেখ করা হয়েছে।

আটক রোহিঙ্গা তরুণীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।