সম্রাটের সহযোগী জাকির অস্ত্র ও মদসহ ভোলায় গ্রেপ্তার

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী জাকির হোসেন ভোলায় গ্রেপ্তার হয়েছেন।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2019, 06:53 AM
Updated : 30 Oct 2019, 06:53 AM

মঙ্গলবার বিকালে ভোলা সদরের ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করেছে বলে সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভোলা থেকে পালিয়ে যাওয়ার সময় জাকিরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, চারটি গুলি, চার বোতল বিদেশি মদ ও নগদ একহাজার ১৬০ টাকা জব্দ করা হয়।

এঘটনায় র‌্যাব বাদি হয়ে ভোলা সদর মডেল থানায় অস্ত্র আইন ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেছে বলে ওসি এনায়েত জানান।

মামলা এজাহারে জাকিরকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ‘ব্যবসায়িক পার্টনার’ পরিচয় দেওয়া হয়েছে বলে পুলিশের এক কর্মকর্তা জানান।

তিনি বলেন, “গত ১০ দিন ধরে ভোলা শহরের চরনেয়াবাদ এলাকায় নতুন পাসপোর্ট অফিসসংলগ্ন নানা শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন জাকির।”

ওসি এনায়েত জানান, মামলায় ৪৫ বছর বয়সী জাকিরকে মৃত আব্দুল মান্নানের ছেলে হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। ঠিকানা লেখা হয়েছে ঢাকার শান্তিনগর।