দক্ষিণ আফ্রিকায় ‘ডাকাতের’ পেট্রোলের আগুনে বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় পেট্রোলের আগুনে পুড়ে মাদারীপুরের এক যুবকের মৃত্যু হয়েছে, যার গায়ে ডাকাতরা আগুন দিয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2019, 05:35 PM
Updated : 23 Oct 2019, 05:35 PM

বুধবার ভোরে দক্ষিণ আফ্রিকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ইমরান খলিফা (২৮) মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মুজাফফরপুর খলিফাকান্দি গ্রামের কৃষক দুদু মিয়া খলিফার ছেলে।

এই ঘটনায় শিবচরের আরেক যুবক আব্দুর রহিমও দগ্ধ হয়েছেন। তিনি ফোনে বিষয়টি ইমরানের পরিবারের সদস্যদের জানান।

ইমরানের বাবা কৃষক দুদু মিয়া খলিফা বলেন, দেড় বছর আগে জমি বিক্রি করে ও টাকা ধার করে প্রায় সাত লাখ টাকা খরচ করে একমাত্র ছেলে ইমরানকে তিনি দক্ষিণ আফ্রিকা পাঠান। তিনি সেখানে ওরেঞ্জফার্ম এলাকায় দোকান করতেন।

রহিমের বরাত দিয়ে দুদু মিয়া বলেন, সোমবার রাতে বন্দুকধারী একদল ডাকাত এসে হানা দেয় তার দোকানে। ডাকাতি শেষে দোকান আটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ডাকাতেরা।

“আগুনে ইমরান ও আব্দুর রহিম দগ্ধ হয়। ওই সময় স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।

বুধবার বাংলাদেশ সময় ভোরে হাসপাতালে ইমরানের মৃত্যু হয়।”

ইমরানের বোন রোজিনা বেগম বলেন, “আমাদের চার বোনের একমাত্র ভাই ছিল ইমরান। আমরা ধার দেনা করে আদরের ভাইটারে বিদেশ পাঠাইছিলাম। ডাকাতরা ওরে বাঁচতে দিল না। এখন আমাদের পরিবারের কী হবে? কীভাবে ধার শোধ করব?”

ইমরানের বাবা দুদু মিয়া খলিফা ছেলের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা কামনা করেছেন।