চরভদ্রাসনের চেয়ারম্যান মুসা মারা গেছেন

ফরিদপুরের  চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা মারা গেছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2019, 05:49 AM
Updated : 23 Oct 2019, 05:50 AM

ভিপি মুসা নামেও পরিচিত ৪৮ বছর বয়সী এই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঙ্গলবার রাতে ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে’ মারা যান বলে ইউএনও জানিয়েছেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বলেন, “দুপুর ৩টার দিকে এক স্বজনের জানাজায় গিয়েছিলেন তিনি।

“সেখান থেকে ফেরার পথে অসুস্থ বোধ করলে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন “

জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মুসা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করেন।

ছাত্রলীগের সাবেক সদস্য মুসা ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন।

চরভদ্রাসন উপজেলার হোসেন আলী শেখের ছেলে এই মুসা গাজিরটেক ইউনিয়নের চর অযোদ্ধা তেলীবাড়ি বাজার এলাকায় বসবাস করতেন।

মুসার প্রথম নামাজে জানাজা সকাল ১১টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা জোহর নামাজের পর চরহাজিগঞ্জ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।