গাজীপুরে শর্টসার্কিটের আগুনে পুড়ল তিন দোকান

গাজীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2019, 05:09 AM
Updated : 23 Oct 2019, 05:17 AM

শহরের ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় বুধবার ভোর সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ড হয় বলে জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান।

এতে হতাহতের কোনো ঘটনা না ঘটেনি।   

জাকারিয়া বলেন, এনএস রিফ্রিজারেশন নামের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশের দুইটি দোকানে ছড়িয়ে পড়ে।

“এ সময় দোকানের ভেতরে কয়েকটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুই ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।কিন্তু ততক্ষণে তিনটি দোকান পুড়ে যায়।”

এনএস রিফ্রিজারেশনের মালিক নূর হোসেনের দাবি, আগুনে তার দোকানের নগদ টাকাসহ দশ লাখ মূল্যের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকারিয়া বলেন, “আগুনে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”