বগুড়ায় বঙ্গবন্ধু পরিষদের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

বগুড়ায় বঙ্গবন্ধু পরিষদের দুই অংশ পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2019, 06:00 PM
Updated : 13 Oct 2019, 06:01 PM

গত ৩ অক্টোবর বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আলম নান্নুনকে সভাপতি ও এস এম মিল্লাতকে সাধারণ সম্পাদক করে ১০৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

অন্যদিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সামস্উল আলম জয়কে আহবায়ক ও একেএম আব্দুল হান্নানকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

দুটি কমিটি হওয়ায় সংগঠনের অনেক জ্যেষ্ঠ সমর্থক বিব্রত আবস্থায় পড়েছেন।

মোস্তাফা আলম নান্নু সাংবাদিকদের বলেন, “সবার মতামত নিয়ে আলোচনা সাপেক্ষে কমিটি গঠন করে কেন্দ্র জমা দেওয়া হয়েছে। কেন্দ্র আমাদের কাজ কারার মৌখিক অনুমতি দিয়েছে।”

পাল্টা কমিটির আহবায়ক আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সামসুল আলম জয়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

তবে তাদের ঘোষিত কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের কমিটি গোপনে ঘোষণা করা হয়েছিল। কমিটি গঠনের সময় মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ডাকা হয়নি।

সামসুল আলম জয় এবং আব্দুল হান্নান ঘোষিত কমিটির যুগ্ম আহবায়ক সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিম মন্টু বলেন, “আমার কছে সামসুল আলম জয়সহ অনেকেই এসেছিলেন। আমি তাদের বলেছি যদি গোপনেই কমিটি করে থাকে তাহলে একটি সভা করে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রকে অবহিত করো। নতুন কমিটি গাঠন করবে এটা আমাকে বলা হয়নি। এছাড়া আমি যে কমিটিতে আছি আমি নিজেও আপনার মুখে শুনলাম।”

তবে ভালো হবে দুইপক্ষে এক জায়গায় হয়ে একটি সুন্দর কমিটি করা। এভাবে কাদা ছোড়াছুড়ি করলে প্রতিপক্ষ সুযোগ নিবে।