ময়মনসিংহের পথে ৩ রুটে ট্রেন চলাচল শুরু

ইঞ্জিন লাইনচ্যুত হয়ে বন্ধ হওয়ার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ময়মনসিংহ থেকে ভৈরব, জারিয়া ও মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2019, 11:32 AM
Updated : 13 Oct 2019, 11:32 AM

রোববার বিকাল ৪টা ৫০ মিনিটে দুর্ঘটনা কবলিত ইঞ্জিন উদ্ধারের পর চলাচলা স্বাভাবিক হয় বলে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ইনচার্জ জহুরুল ইসলাম জানিয়েছেন।

সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ নগরীর রেলস্টেশনের আউটার সিগনালের কাছে বাঘমারা এলাকায় একটি শানটিং ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর এই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

জহুরুল ইসলাম জানান, কেওয়াটখালী লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ইঞ্জিন উদ্ধার করলে বিকাল ৪টা ৫০ মিনিটের পর ট্রেন চলাচল শুরু হয়।

ভুল সিগনালের কারণে সকালে এ দুর্ঘটনা ঘটেছিল এবং এতে দুটি লাইন ক্ষতিগ্রস্ত হয় বলে জহুরুল জানান।

ময়মনসিংহ ও গৌরীপুর রেলস্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেসসহ আটকা পড়া চারটি ট্রেন গন্তব্যে ছেড়ে গেছে বলেও তিনি জানান। এছাড়া ময়মনসিংহ থেকে ভৈরবগামী লোকাল ট্রেন এবং জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের যাত্রা আগেই বাতিল করা হয়েছিল বলেও জহুরুল ইসলাম সকালে জানিয়েছিলেন।