চাঁপাইনবাবগঞ্জে এক ‘অস্ত্র বিক্রেতা’ আটক

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে, যাকে ‘অস্ত্র বিক্রেতা’ বলছে র‌্যাব।

চাঁপাইনবাবঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 06:38 AM
Updated : 9 Oct 2019, 06:38 AM

মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকা থেকে ১২টি অস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ এই যুবককে আটক করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

আটক আলামিন খন্দকার (২৫) পাবনার ইশ্বরদী উপজেলার আথাইল শিমুল গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

বুধবার সকালে স্থানীয় র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫, রাজশাহীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে ধোপপুকুর এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল।

“এ সময় সন্দেহভাজন কয়েকজনকে চ্যালেঞ্জ করে। বাকীরা পালিয়ে গেলেও র‌্যাব সদস্যরা আলামিনকে ধরে ফেলে।”

পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ‘৭টি বিদেশি পিস্তল, ৫টি ওয়ান শুটার গান, ১৩টি ম্যাগজিন ও ৪০ রাউন্ড গুলি’ উদ্ধার করা হয়।

‘আলামিন একজন অস্ত্র ব্যবসায়ী উল্লেখ করে ’র‌্যাব কর্মকর্তা জানান, ‘অস্ত্র ও গুলিগুলো’ তিনি নাটোর নিয়ে যাচ্ছিলেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

এর আগেও ‘কয়েকবার অস্ত্রের চালান’ বিভিন্নস্থানে পৌঁছে দিয়েছিলেন তিনি।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।