হবিগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

হবিগঞ্জে এক যুবককে গুলি করে হত্যার দায়েল এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2019, 02:22 PM
Updated : 1 Oct 2019, 02:22 PM

মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসিম রেজা এই রায় দেন।

রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে তাকে আরও দুই বছর সশ্রম কারাভোগ করতে হবে।

দণ্ডিত গিয়াস উদ্দিন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুড়াইল গ্রামের তাসির উদ্দিন মাতব্বরের ছেলে। তিনি বনপ্রহরীর চাকরি করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি চুনারুঘাট উপজেলার পারকুল গ্রামের আব্দুল কাদিরের ছেলে ফরহাদ মিয়াকে গুলি করে হত্যা করা হয়।

বনপ্রহরী গিয়াস উদ্দিন পারকুল পাহাড়ের ভিতর নিয়ে বন্দুক দিয়ে গুলি করে ফরহাদকে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

ঘটনার দিনই ফরহাদ মিয়ার বাবা আব্দুল কাদির বাদী হয়ে গিয়াস উদ্দিনসহ সাতজনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার এসআই সামছুল হক তদন্ত শেষে শুধু গিয়াস উদ্দিনের নামে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক। তিনি বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এর মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। একজন সরকারি কর্মচারী নিজেদের অপরাধ ঢাকতে এভাবে সাধারণ লোককে হত্যা করবে তা মেনে নেওয়া যায় না।