নারায়ণগঞ্জে প্রবীণ দিবস, সুবিধা বাড়ানোর দাবি

নারায়ণগঞ্জে প্রবীণ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রবীণরা তাদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2019, 07:08 AM
Updated : 1 Oct 2019, 07:35 AM

জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে মঙ্গলবার সকালে শহরে এই শোভাযাত্রা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা হয়।

আলোচনা শেষে বৃদ্ধদের সেবা করার স্বীকৃতিস্বরূপ দুইজনকে ‘মমতাময়’ ও ‘মমতাময়ী’ ক্রেস্ট দেয় প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান।

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার, প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক তালুকদার আলোচনা সভায় বক্তব্য দেন।

বক্তারা প্রবীণদের কল্যাণে সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের জন্য সুবিধা বাড়ানোর দাবি জানান।

জেলা প্রশাসক বলেন, “দেশের প্রবীণ জনগোষ্ঠী অবহেলিত। এ কারণে সরকার পিতা-মাতার ভরণ-পোষণ আইন করেছে। ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে কোনো পিতা-মাতাকে প্রবীণ নিবাসে যেতে না হয়।”