টাঙ্গাইলে ব্যবসায়ীর গুদামে অগ্নিকাণ্ড

টাঙ্গাইলে প্রাণ-আরএফএলের পরিবেশকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিক দাবি করেছেন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2019, 04:28 PM
Updated : 27 Sept 2019, 04:28 PM

জেলার মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পুষ্টকামুরী গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

গুদামের মালিক নীল কমল দে বলেন, তিনি প্রাণ-আরএফএল কোম্পানির মির্জাপুর উপজেলার ডিলার হিসেবে ওই গ্রামের জামাল মিয়ার গুদাম ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মির্জাপুর বাজারের ব্যবসায়ী এনায়েত ও ঈমান বাড়ি ফেরার পথে গুদামের টিনের চালে আগুন দেখতে পান।

“তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গুদামের মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার কমপক্ষে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

তবে তিনি আগুনের কারণ বলতে পারেননি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল বলেন, “বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই আগুনে সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”