পিরোজপুরে ডাকাতির অভিযোগ, গ্রেপ্তার ৬

পিরোজপুরের নেছারবাদ উপজেলায় ডাকাতি করে পালানোর সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2019, 03:02 PM
Updated : 27 Sept 2019, 03:02 PM

জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন বলেন, বৃস্পতিবার রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের ছারছিনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

“তাদের কাছ থেকে লুণ্ঠিত ৪৮ হাজার ৫০০ টাকা, বেশ কিছু স্বর্নালংকার, ধারালো অস্ত্র  ও মোবাইল ফোনসেট উদ্ধার করেছে পুলিশ।”

গ্রেপ্তারকৃতরা হলেন বাদশা, লিটন, শাহজাহান, ইসমাইল হোসেন,  জাহারুল মাঝি ওরফে ছাইদুর ও ছান্টু মিয়া।

পুলিশ কর্মকর্তা রিয়াজ বলেন, “বৃস্পতিবার রাতে রাতে মুখোশধারী ডাকাতদল উপজেলার বালিহারি গ্রামের মিজান মিয়ার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে। তারা অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় এক লাখ টাকা ও পাঁচ-ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

“খবর পেয়ে অভিযান চালিয়ে পালানোর সময় পুলিশ ছারছিনা এলাকা থেকে তিন ডাকাতকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্য তিন ডাকাতকে বরিশালসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।”

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।