বিআরটিএ’র মৃত কর্মকর্তার বাসায় ৩৩ লাখ টাকা

ঝিনাইদহে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক প্রয়াত কর্মকর্তার বাড়ি থেকে ৩৩ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে, যেগুলো ঘুষের টাকা বলে ধারণা প্রশাসনের।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2019, 05:27 PM
Updated : 18 Sept 2019, 05:27 PM

গত বৃহস্পতিবার ঝিনাইদহের ভাড়া বাসা থেকে এ টাকা উদ্ধার করা হয় বলে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানিয়েছেন।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধারকৃত টাকাগুলো ট্রেজারিতে জমা রাখা হয়েছে বলে জেলা প্রশাসক জানান।

প্রয়াত বিলাশ চন্দ্র সরকার ছিলেন বিআরটিএ-এর সহকারী পরিচালক। গত ১০ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

জেলা প্রশাসক বলেন, বিলাশ চন্দ্র সরকার ঝিনাইদহ শহরে একটি ভাড়া বাসায় একা থাকতেন। স্ত্রী ও সন্তানরা থাকতেন ঢাকায়। পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না।

সরোজ কুমার বলেন, খবর পেয়ে ১২ সেপ্টেম্বর ছেলে ও স্ত্রী ঝিনাইদহে আসেন। তাদের উপস্থিতিতে বাসার আলমারি খুলে ৩৩ লাখ ১৮ হাজার নগদ টাকা পাওয়া যায়। 

“ছেলেরা দাবি করেন তার বাবার ছয়টি ব্যাংকে ঋণ আছে। পরে ওই ব্যাংকগুলোতে যাচাই করে প্রশাসন নিশ্চিত হয় যে বিলাশ সরকারের নামে কোনো ঋণ নেই।”

এরপর জেলা প্রশাসক খুলনা বিভাগীয় কমিশনার ও ঢাকায় বিষয়টি জানান উল্লেখ করে বলেন, “সবাই ধারণা করছেন এগুলো ঘুষের টাকা। তাই এ টাকা আটকে ট্রেজারিতে জমা রাখা হয়েছে।”