চাঁপাইনবাবগঞ্জে ১১০০ গ্রাম হেরোইন বহনের দায়ে প্রাণদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে দুই বছর আগে ১১০০ গ্রাম হেরোইনসহ আটক এক ব্যক্তির ফাঁসির রায় দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2019, 08:09 AM
Updated : 18 Sept 2019, 08:40 AM

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী বুধবার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মো. মমিন (৩২) সদর উপজেলার চরদুর্লভপুর-পাথালিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ওই আদালতের পিপি আঞ্জুমান আরা মামলার নথির বরাতে জানান, ২০১৭ সালের ২২ ডিসেম্বর রাতে র‌্যাব সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মমিনকে এক কেজি ১০০ গ্রামে হেরোইনসহ আটক করে। একটি কাপড়ের ব্যাগে করে মমিন ওই হেরোইন বহন করছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন র‌্যাবের এসআই গোলাম সারোয়ার। মামলার তদন্ত কর্মকর্তা একই থানার এসআই জাহাঙ্গীর আলম পরের বছর ২৭ জানুয়ারি তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

পিপি আঞ্জুমান বলেন, আদালত নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে।