কিশোরগঞ্জে হত্যা মামলায় ১০ জনের কারাদণ্ড

কিশোরগঞ্জে হত্যা মামলায় চার ভাইসহ দশজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2019, 10:40 AM
Updated : 16 Sept 2019, 10:40 AM

সোমবার জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- চার ভাই মানিক, বাদল, নয়ন ও সুজন এবং আলমগীর, মিজান, লোকমান, গিয়াস উদ্দিন, রহমত ও মামুন।

যাবজ্জীবনের পাশাপশি আসামিদের পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জীবন কুমার রায় জানান। 

মামলার বিবরণে বলা হয়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া পালইকান্দা গ্রামের আব্দুর রশিদ মাস্টারের সঙ্গে একই গ্রামের আব্দুল হেকিমের জমি নিয়ে বিরোধ চলছিল।

এর জেরে ২০১১ সালে ৬ অগাস্ট আব্দুল হেকিমের লোকজন প্রতিপক্ষ রশিদের জমি দখল করতে যায়। এ সময় তাদের বাঁধা দেওয়া হলে তারা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।

এক পর্যায়ে বল্লমের আঘাতে রশিদের ভাতিজা পালইকান্দা গ্রামের আবু সহিদের ছেলে মো. মানিক মিয়া নিহত হন।

এ ঘটনায় নিহতের ভাই মো.খায়রুল ইসলাম বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১০/১৫ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ৮ মে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করলে আদালতে এ মামলার বিচারকাজ শুরু হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১২ জনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আর বিচার চলাকালে তিনজন মারা যান।