সংবিধান প্রণেতা আব্দুর রহিম স্মরণে সভা

বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য এম আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে স্মরণ সভা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 09:42 AM
Updated : 14 Sept 2019, 01:48 PM

এ সভায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রয়াত জননেতা এম আব্দুর রহিমের মত ত্যাগী মানুষ যারা… জাতির পিতার নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন।

“তারা তাদের দায়িত্ব পালন করে গেছেন। এখন আমাদের দায়িত্ব এই দেশকে এগিয়ে নেওয়ার।”

স্বাধীনতা পদকপ্রাপ্ত এই জননেতার স্মরণে দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে শুক্রবার বিকেলে ‘এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র’ এই সভা আয়োজন করে।

সভায় সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম জগলুর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন আব্দুর রহিমের বড় ছেলে সুপ্রিম কোর্টের বিচারপতি এনায়েতুর রহিম, ৭১ টিভির প্রধান নির্বাহী মোজাম্মেল হক বাবু, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।

সভায় উপস্থিত ছিলেন আব্দুর রহিমের ছোট ছেলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং কন্যা ডা. নাদিরা সুলতানা।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সদর উপজেলার জালালপুর গ্রামে আব্দুর রহিমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, অ্যাডভোকেট আজিজুল ইসলাম জুগলু, সফিকুল ছুটু, চিত্ত ঘোষ প্রমুখ।