নবীগঞ্জ থানার পরিদর্শক ও এসআইকে কুপিয়েছে ‘ইয়াবা ব্যবসায়ী’

‘তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াবা ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে তার ধারালো অস্ত্রের আঘাতে হবিগঞ্জের নবীগঞ্জ থানার দুই পুলিশ কর্মকর্তা জখম হয়েছেন।  

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2019, 04:02 PM
Updated : 12 Sept 2019, 04:43 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌর শহরের সালামতপুর এলাকায় এ হামলা চালানো হয় বলে নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান। 

আহতরা হলেন নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাশ ও এসআই ফখরুজ্জামান।

উত্তম কুমার দাশকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসআই ফখরুজ্জামানকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শাহ সোহান আহমেদ মুসা

হামলাকারী শাহ সোহান আহমেদ মুসা (২৮) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী বলে ওসি জানিয়েছেন।

মুসা নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলেও জানান তিনি।

ওসি বলেন, সন্ধ্যায় নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে মুসার দোকানে পুলিশ তাকে গ্রেপ্তার করতে অভিযান চালায়।

“এ সময় মুসা দোকান থেকে একটি ধারালো রামদা নিয়ে পুলিশকে এলোপাথাড়ি কোপাতে থাকেন।”

ওসি আরও বলেন, পরিদর্শক (তদন্ত) উত্তম ও এসআই ফখরুজ্জামানকে কুপিয়ে মুসা পালিয়ে যান। পরে স্থানীয়রা দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর অবস্থায় উত্তম কুমারকে সিলেটে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক।

ওসি বলেন, “মুসা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও হত্যার অভিযোগে আটটি মামলা আছে। একটি গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার করতে পুলিশ তার দোকানে অভিযান চালায়।”

মুসার মুসাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।