শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ নারীর মৃত্যু

শেরপুরের দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও এক নারী।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 02:35 PM
Updated : 11 Sept 2019, 02:35 PM

বুধবার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় এই দুটি ঘটনা ঘটে।

মৃতরা হলেন পারভীন বেগম (৩৫) ও হাজেরা বেগম (৭০)।

ঝিনাইগাতী থানার ওসি আবু বকর সিদ্দিক ও শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার এই দুই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে ঝিনাইগাতী থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, উপজেলার নলকুড়া ইউনিয়নের গজারীপাড়া গ্রামের জাহেদ আলীর স্ত্রী পারভীন বেগম বেলা ১১টার দিকে নিজ ঘরের ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

“তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরএমও অহিদ ইকবাল তাকে মৃত ঘোষণা করেন।”

এদিকে, শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, উপজেলার বকচর গ্রামের মৃত আশকর আলীর স্ত্রী হাজেরা বেগম দুপুরে তার বসতঘরের বিদ্যুতের তারে আগুন দেখে সুইচ বন্ধ করতে গেলে বিদ্যূৎস্পৃষ্ট হন। ওই সময় তার পুত্রবধূ লাভলী বেগম তাকে সরাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

“এতে দুজনই গুরুতর আহত হলে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাজেরা বেগমকে মৃত ঘোষণা করেন।”

লাভলী বেগমকে জেলা সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

লাভলী বেগমের স্বামী শাহ আলী বলেন, তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।