বান্দরবানে ঝরনায় নেমে কলেজছাত্রের মৃত্যু

বান্দরবানে শিক্ষা সফরে এসে ঝরনায় ডুবে ঢাকার এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2019, 12:42 PM
Updated : 10 Sept 2019, 12:42 PM

মঙ্গলবার দুপুরে শহর থেকে ১০ কিলোমিটার দূরে রেইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক ভুঁইয়া।

নিহত তাহসান (১৯) ঢাকার রাজধানী আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক ১ম বর্ষের ছাত্র এবং রামপুরার বাসিন্দা জান্নাতুল বাকীর ছেলে।

তাহসানের সঙ্গী শিক্ষাথীরা বলেন, সকালে কলেজের ১৩২ জনের একটি দল বান্দরবানে শিক্ষা সফরে আসে। দুপুরে শহরের অদূরে একটি প্রাকৃতিক ঝরনায় বেড়াতে যান তারা।

সঙ্গীদের বরাত দিয়ে পরিদর্শক এনামুল হক ভূঁইয়া বলেন, ঝরনায় গোসলে নেমে হঠাৎ তাহসান নিখোঁজ হয়। পরে তাকে পানি থেকে উদ্ধার করা হয়। বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ বান্দরবান সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

রাজধানী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, শিক্ষার্থীদের একটি প্রাকৃতিক ঝরনা দেখতে নিয়ে যাওয়া হয়। ঝরনাও বেশ ছোট।

গোসলে নেমে কীভাবে তাহসানের মৃত্য হয় তা তার জানা নেই বলে জানান।