গাজীপুরের মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগ

গাজীপুর সদর উপজেলার মনিপুর নামাপাড়ায় একটি মন্দিরে মূর্তি ভাংচুরের অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2019, 08:49 AM
Updated : 9 Sept 2019, 08:57 AM

জয়দেবপুর থানার ওসি মো. জবেদ আলী জানান, রোববার মধ্যরাতে ওই এলাকার নাথ বারোয়ারি দুর্গা মন্দিরের এ ঘটনায় সোমবার সকালে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুধাংশু কুমার দেবনাথ বলেন, মন্দিরে প্রতি রোববার হরিসভা হয়। সভা শেষে রাত ১টার দিকে সবাই চলে যায়।

“সোমবার সকালে পুণ্যার্থীরা মন্দিরে গিয়ে বাঁশের দরজা খোলা এবং ভেতরে লক্ষ্মী, দুর্গা, কার্তিক, সরস্বতী, মহিষ ঠাকুরসহ ছোট-বড় কয়েকটি প্রতিমা ভাংচুর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। কে বা কারা এক কাজ করেছে তা আমরা ধারণা করতে পারছি না।”

মন্দির নিয়ে কারও সঙ্গে কোনো বিরোধ নেই বলে তিনি জানান।

ওসি জবেদ বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”