গাইবান্ধায় রাজমিস্ত্রিকে ‘ঘুসি মেরে হত্যা’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক রাজমিস্ত্রিকে ঘুসি মেরে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2019, 11:51 AM
Updated : 6 Sept 2019, 11:51 AM

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদি হাসান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর-তারাগনা চারমাথা মোড়ে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত ইয়ার আলী মণ্ডল (৫৫) ওই এলাকার ইমান আলীর ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

ওসি হাসান বলেন, একই গ্রামের মেহেদি আকন্দের কাছে রাজমিস্ত্রি কাজের পারিশ্রমিক বাবদ ইয়ার আলী ২০০ টাকা পাওনা ছিলেন। রাতে ওই মোড়ে পাওনা টাকা চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মেহেদি তাকে ঘুসি মারেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।