রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2019, 05:08 PM
Updated : 4 Sept 2019, 05:08 PM

বুধবার দুপুরে মন্ত্রী উখিয়ায় শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি ক্যাম্প ঘুরে দেখেন করেন এবং অস্ট্রেলিয়া সরকারের অনুদানে পরিচালিত শিশু শিক্ষা ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।  

এর আগে মেরিস পেইন রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমার সফর করে তাদের সরকারের সঙ্গে কথা বলেছেন জানিয়ে বলেন, “রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়া সরকার ভূমিকা রাখবে।”

ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ নানা বিষয়ে জেনেছেন এবং অস্ট্রেলিয়া ফিরে কীভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা যায় সে ব্যাপারে তার সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন অস্ট্রেলিয়ার এই মন্ত্রী এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালামের সঙ্গে বৈঠক করেন। তিন দিনের সফরে মন্ত্রী পেইন বাংলাদেশে এসেছেন। প্রথম দুই দিনই তিনি কক্সবাজার সফর করেন।

বিকালে ঢাকার উদ্দেশে তিনি কক্সবাজার ছাড়েন।