সাত ঘণ্টা পর কিশোরগঞ্জের পথে ট্রেন চালু

মালগাড়ি লাইনচ্যুত হয়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2019, 04:09 AM
Updated : 28 August 2019, 04:09 AM

কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জের মানিকখালী গচিহাটা স্টেশনের মাঝামাঝি চান্দপুর-শিমুলকান্দি এলাকায় দুর্ঘটনায় পড়ে একটি ফ্রেইট ট্রেন।

রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ক্যারেজ সরিয়ে নেওয়ার পর রাত ১টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।

চট্টগ্রাম থেকে সারের চালান নিয়ে ওই মালগাড়ি যাচ্ছিল জামালপুরের মেলান্দহে। ট্রেনের ২৫টি ক্যারেজের মধ্যে ১৮ নম্বর বগির চাকা লাইন থেকে বেরিয়ে গেলে পেছনের সাতটি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

এই অবস্থায় লাইন আটকে যাওয়ায় ভৈরব থেকে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহের পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ফলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্ধুর গোধূলী এক্সপ্রেস সরারচর স্টেশনে আটকা পড়ে।

পরে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে উদ্ধার কাজ শুরু করে।

লাইনচ্যুত বগি সরিয়ে লাইন মেরামত শেষে রাত ১টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে জানান জিআরপির ওসি আব্দুর রহমান বিশ্বাস।