জন্মাষ্টমী ঘিরে হিন্দু ধর্মাবলম্বী দুদলের সংঘর্ষ

নারায়ণগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আয়োজন ঘিরে হিন্দু সম্প্রদায়েরের দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2019, 02:35 PM
Updated : 22 August 2019, 02:38 PM


বৃহস্পতিবার দুপুরে রুপগঞ্জ উপজেলার ভিংরাব এলাকার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে প্রাণ বন্দ প্রভু, জরু ঠাকুর ও কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, ভিংরাবো এলাকায় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির রয়েছে। এ মন্দিরকে ঘিরে হিন্দু সম্প্রদায়েরের দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষ ভিংরাবো এলাকার প্রাণ কুমারের পক্ষে এবং আরেকটি প্রাণ বন্দ প্রভুর পক্ষে। রাধাগোবিন্দ মন্দিরে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে তাদের দুপক্ষের মাঝে প্রায় সময় নানা বিরোধ দেখা দেয়। এতে করে উভয়পক্ষই হুমকি-ধামকি থেকে শুরু করে মারপিটের ঘটনা ঘটিয়ে থাকে। তাদের বিরোধ সমাধান করতে প্রশাসন একাধিকবার চেষ্টা করেছেন।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের আয়োজন করেন প্রাণ বন্দ প্রভুর পক্ষের কাজল, অভিলাস, রঞ্জিত, সারুতি মধুসুদন দাস, মনোরঞ্জন সরকার সেন বৃহস্পতিবার সকাল থেকে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে উৎসবের আয়োজন শুরু করেন।

পরে দুপুরের দিকে প্রাণ কুমারের পক্ষের রাজকুমার, গোপাল, মাহেন্দ্র, সম্ভুনাথ চৌকিদার, যোগেস চন্দ্র সরকারসহ তাদের লোকজন একই মন্দিরেই আলাদা ভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের আয়োজনের লক্ষ্যে পেন্ডেল স্থাপন শুরু করেন।

এ সময় প্রাণ বন্দ প্রভুর পক্ষের লোকজন পেন্ডেল করতে প্রাণ কুমারের পক্ষের লোকজনকে বাধা প্রদান করেন। এ নিয়ে উভয় পক্ষের মাঝে তর্কবিতর্ক, বাকবিতন্ডা  ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন ধারালো ও দেশি অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষে ১২ জন আহত হয়।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এই ঘটনায় দু’পক্ষ  অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।