ঠাকুরগাঁওয়ে বাসের সংঘর্ষে নিহত ৪

ঠাকুরগাঁও সদর উপজেলায় দুই বাসের সংঘর্ষে এক বাসের চালকসহ চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ৩০ জন।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2019, 07:23 AM
Updated : 22 August 2019, 09:56 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সালন্দর ইউনিয়নের ড্যানিশ এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান।

নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে আবুল কালাম আজাদ (৫০), বাসের চালক বাবুল (২৮), পঞ্চগড়ের চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু (৩৫) ও মুজিবুর রহমান।

আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ঢাকা থেকে ইএস ট্রাভেলস পরিবহনের একটি বাস পঞ্চগড় যাচ্ছিল। পথে রাজু পরিবহনের একটি বাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রভাস কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে আটজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। বাকিদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।