বগুড়ায় স্ত্রীকে ছুরি মেরে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

বগুড়া সদর উপজেলায় স্ত্রীকে ছুরি মেরে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2019, 07:48 AM
Updated : 21 August 2019, 07:48 AM

নিহত মায়া খাতুন (১৮) সদর উপজেলার বার্বাকপুর মধ্যপাড়া এলাকার রাকিবুল হাসানের স্ত্রী।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, রাকিবুল বগুড়া পৌরসভায় মাস্টার রোলে পরিচ্ছন্নতার কাজ করেন। বছর খানেক আগে তাদের বিয়ে হয়। প্রথম থেকেই নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।

পরিদর্শক রেজাউল প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, “মঙ্গলবার মধ্যরাতে আবার ঝগড়া হলে একপর্যায়ে রাকিবুল ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত করেন।

“চিৎকার দিলে শাশুড়িসহ প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করেন। তারা তাকে রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে পুলিশ গিয়ে চিকিৎসায় সহযোগিতা করে। কিন্তু তাকে বাঁচানো যায়নি। বুধবার সকাল ৯টার দিকে ওই হাসপাতালেই তার মৃত্যু হয়।”

খবর পাওয়ার পর থেকেই পুলিশ রাকিবুলকে খুঁজছিল জানিয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে শহরের মাটিডালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন। দাম্পত্য কলজের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে তথ্য মিলেছে।”

এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে তিনি জানান।