রাজশাহীতে কলেজছাত্র হত্যায় যুবলীগকর্মীর স্বীকারোক্তি

রাজশাহী সিটি কলেজের এক ছাত্রকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এক যুবলীগকর্মী।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2019, 03:49 PM
Updated : 17 August 2019, 03:50 PM

শনিবার মুখ্য মহানগর হাকিম সেলিম রেজা তার জবানবন্দি গ্রহণ করেন বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত সহকারী কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।

গ্রেপ্তার রনক রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার কুদরত আলীর ছেলে। তিনি নগরীর ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

রাব্বী

অতিরিক্ত সহকারী কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, গত ৬ অগাস্ট ফারদিন ইসনা আষাড়িয়া রাব্বী (১৯) নগরীর বর্ণালীর মোড়ের অদূরে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।

এ ঘটনায় পুলিশ যুবলীগকর্মী রনককে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বলে জানান রুহুল।

“আসামির দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির শোবার ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করা হয়। শনিবার আদালতে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জনাবনবন্দি দেন।”