কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় তিন বছর আগের মাদকের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2019, 08:53 AM
Updated : 14 August 2019, 08:53 AM

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী বুধবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মিলন মণ্ডল দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামের আবু মণ্ডলের ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ৩০ এপ্রিল বিকালে ভেড়ামারা উপজেলার কাজিহাটা গ্রামের লতপুর-ভেড়ামারা সড়কের মহিষাডোরা এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ মিলনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় মিলনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মে পুলিশ মিলনের অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।