খুলনায় ঈদের টিকিট ‘কালোবাজারে’  

খুলনা রেল স্টেশনে ঈদের অগ্রিম টিকিট কালোবাজারে বিক্রির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2019, 05:36 PM
Updated : 7 August 2019, 05:36 PM

বুধবার দুদকের অভিযানে এসব অনিয়ম-দুর্নীতি ধরা পড়ে বলে জানান দুদক খুলনার উপ-পরিচালক নাজমুল আহসান।

নাজমুল আহসান বলেন, প্রধান বুকিং সহকারী মেহেদীর নেতৃত্বে একটি চক্র সার্ভারে টিকিট অটো ব্লক রেখে যাত্রীদের টিকিট সংকট দেখিয়ে পরে ব্লক করা টিকিট কালোবাজারে বিক্রি করেন।

এছাড়া স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকারের বিরুদ্ধেও রেলওয়ের অবসরপ্রাপ্ত স্টাফদের পেনশনের টাকা থেকে নির্দিষ্ট হারে উৎকোচ নেওয়ার প্রমাণও পেয়েছে দুদক।

নাজমুল জানান, খুলনা রেল স্টেশনের প্রধান বুকিং সহকারী মেহেদীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, রেলওয়ের অবসরপ্রাপ্ত স্টাফরা পেনসনের টাকা তোলার সময় প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা হারে উৎকোচ নেওয়ার প্রমাণ পাওয়া গেছে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকারের বিরুদ্ধে।

“এ কারণে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকায় সুপারিশ করা হবে।”