রূপগঞ্জে পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের তাড়া খেয়ে ঝিলের পানিতে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে, যাকে পুলিশ মাদক ব্যবসায়ী বলছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2019, 04:30 PM
Updated : 6 August 2019, 04:30 PM

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তির ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

লাশ উদ্ধারের পর এলাকাবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।  

এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রফিকুল ইসলাম বলেন, নিহত লিটন চনপাড়া এলাকার মাদক ব্যবসায়ী। তিনি একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী ছিলেন।

ঘটনার বিবরণে তিনি বলেন, মঙ্গলবার পুলিশ দেখে লিটন পালানোর চেষ্টায় পানিতে ঝাঁপ দেন। পরে আর না উঠায় পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করে।

“এ ঘটনায় এলাকাবাসী উত্তেজিত হয়ে উঠলে পুলিশ ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম আল মামুন একটি মোটরসাইকেলযোগে বস্তির ৯ নম্বর ওয়ার্ডে প্রবেশ করেন। এ সময় ওই এলাকার মালেক মিয়ার ছেলে লিটন মিয়া পুলিশকে দেখে দৌড় দিলে এসআই শামীম তার পিছু নেয়। এক পর্যায়ে সে নিজেকে বাঁচাতে স্থানীয় ঝিলের পানিতে ঝাঁপ দেয়। পরে লিটন আর ভেসে না উঠায় পুলিশ ডেমরা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঝিল থেকে লিটনের লাশ উদ্ধার করেন।

এদিকে লাশ উদ্ধার করে পুলিশ নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বাধা দেয়। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করলে অতিরিক্ত মোতায়েন করা হয়েছে।