খাস জমির বিরোধ: সিরাজগঞ্জে আ. লীগ নেতার পা ভাঙল প্রতিপক্ষ

খাস জমি নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জে হাতুড়িপেটায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দলের আরেক নেতার বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2019, 01:48 PM
Updated : 25 July 2019, 03:08 PM

বৃহস্পতিবার তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে সগুনা ইউপি চেয়ারম্যান তালুকদার আব্দুল্লাহেল বাকী জানান।

আহত মনিরুজ্জামান মনি তাড়াশের সগুনা ইউপির ৫ নং ওয়ার্ডের সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ইউপি সদস্য মনিকে উদ্ধারের পর সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। এরপর স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে নিয়ে গেছে।

মনিরুজ্জামান মনি

তিনি আরও বলেন, ৭ বিঘা খাস জমি ভোগ দখল করা নিয়ে দীর্ঘদিন থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি মাস্টারের সঙ্গে ইউপি সদস্য মনিরুজ্জামান মনির দ্বন্দ্ব চলে আসছে।

“এ ঘটনায় সম্প্রতি আব্দুল গনি মাস্টার আদালতে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেন “ 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, এর জের ধরে সকালে মনি নাদো সৈয়দপুর বাজারে আসলে একদল লোক মনিকে ধরে নিয়ে গনি মাস্টারের নিজ বাড়িতে আটকে রাখে, গনি এতে নেতৃত্বে দেন।

“এক পর্যায়ে তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে মনিকে গুরুতর জখম করে। এতে তার দুই পা ভেঙে যায়।”

সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করেছে।

জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।