মানিকগঞ্জে কলেজছাত্র হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক কলেজছাত্রকে হত্যার দায়ে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2019, 12:15 PM
Updated : 24 July 2019, 12:16 PM

এছাড়া আরেকজনকে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে তাকে আরও তিন মাস সশ্রম কারাভোগ করতে হবে।

বুধবার জেলা ও দায়রা জজ মমতাজ বেগম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিংগাইরের পশ্চিম ভাকুম এলাকার বারেক আলী বেপারীর ছেলে হযরত আলী, পূর্ব ভাকুমের মৃত ফজলুল হকের ছেলে শামসু মিয়া ওরফে শামসু মেম্বার, তমিজ উদ্দিনের ছেলে রকিব আহমেদ এবং সবজব আলী শেখের ছেলে জাহাঙ্গীর।

সাত বছর দণ্ডিত হেলালুর রহমান উপজেলার জয়মন্টপ বেপারীপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষে সহকারী সরকারি কৌসুঁলি (এপিপি) আহসান হাবিব এবং আসামিপক্ষে খলিলুর রহমান মামলাটি পরিচালনা করেন।

এপিপি আহসান হাবিব বলেন, সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের বাছের ফকিরের ছেলে রাসেল সাভারের একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে ২০১৭ সালের ২৬ নভেম্বরে আসামিরা রাসেলকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় রাসেলের বাবা বাদী হয়ে ওই পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।

আহসান হাবিব বলেন, মামলায় সকল সাক্ষীর সাক্ষ্য ও তথ্যাদি প্রমাণিত হওয়ায় বিচারক আসামিদের বিরুদ্ধে এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।