সাতক্ষীরায় আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

সাতক্ষীরায় আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2019, 08:25 AM
Updated : 22 July 2019, 08:26 AM

সাতক্ষীরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুতমিস জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কাশেমপুর হাজামপাড়া এলাকা থেকে নজরুল ইসলামের (৪৫) গুলিবিদ্ধ লাশ তারা উদ্ধার করেন।

নিহত নজরুল সদর উপজেলার  আগরদাঁড়ি ইউনিয়নের কুঁচপুকুর গ্রামের নেছার উদ্দিনের ছেলে এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি বলেন, “নজরুল কদমতলা থেকে বাজার করে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেল থেকে নজরুলকে কে বা কারা দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়।”

নিহত নজরুল ইসলামের ছেলে পলাশ হোসেন বলেন,“আগরদাঁড়ি ইউনিয়ন সাবেক মেম্বর তৌহিদুলের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। এর জেরে তৌহিদ মেম্বরের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের কারণ প্রাথিমিকভাবে জানা যায়নি। নিহতের ছেলের অভিযোগের ভিত্তিতে তৌহিদুলকে আটকের চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। 

লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।