রাজশাহীতে দশ লাখ রুপির জাল নোটসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শহরে একটি বাড়িতে অভিযান চালিয়ে দশ লাখ ভারতীয় জাল মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2019, 10:13 AM
Updated : 21 July 2019, 11:12 AM

র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, রোববার বেলা ২টার দিকে শহরের রামচন্দ্রপুরে কেদুর মোড়র বৌ বাজার এলাকার নুর মিয়ার মালিকাধীন একটি দোতলা বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা ও গোদাগাড়ী ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র রুবেল হোসেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোসাদ্দেক হোসেন ও নাটোরের জাহাঙ্গীর।

র‌্যাব কর্মকর্তা মুরাদ বলেন, নুর মিয়ার বাড়িতে  ‘জাল নোটের কারখানা থাকার খবরে রাত ২টা থেকে গোয়েন্দারা সেখানে নজরদারি শুরু করেন। খবরটি সত্য নিশ্চিত হওয়ার পর রোববার বেলা সোয়া ১২টার দিকে র‌্যাবের একটি দল বাড়ির ভেতরে প্রবেশ করে।

“পরে সেখানে তল্লাশি চালিয়ে দশ লাখ জাল রুপি ও জাল রুপি তৈরি সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।”

তিনি বলেন, “রুবেল গত বছর চাঁপাইনবাবগঞ্জে এক কোটি জাল ভারতীয় জাল রুপিসহ গ্রেপ্তার হয়েছিল। জামিনে মুক্তি পেয়ে দুই মাস আগে সে রাজশাহীতে বাসা ভাড়া নিয়ে আবার একই কাজ শুরু করে।”

কোরবানী ঈদকে সামনে রেখে তারা জাল রুপি তৈরি করছিল বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান ।