দিনাজপুরে পাসে এগিয়ে মেয়েরা, জিপিএতে ছেলেরা

দিনাজপুর শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2019, 12:20 PM
Updated : 17 July 2019, 12:20 PM

বিগত তিন বছরের তুলনায় এবার এইচএসসিতে এই বোর্ডে পাসের হার বেড়েছে।

এই শিক্ষা বোর্ডে ২০১৮ সালে পাসের হার ছিল ৬০ দশমিক ২১ শতাংশ, ২০১৭ ৬৫ দশমিক ৪৪ শতাংশ এবং ২০১৬ সালে ৭০ দশমিক ৬৪ শতাংশ।  

গতবারের প্রায় দ্বিগুণ শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছেন।

এবার জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৯ জন। গত বছর পেয়েছিলেন ২ হাজার ২৯৭ জন।

গত বছরে মত এবারও পাসে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ বেশি পেয়েছেন ছেলেরা।

ছাত্রীদের পাসের হার ৭৫ দশমিক ৩৯ ভাগ, ছাত্র পাসের হার ৬৮ দশমিক ৩৭ ভাগ।

জিপিএ-৫ পাওয়া ছাত্র ২ হাজার ২৭২ জন এবং ছাত্রী এক হাজার ৭৭৭ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার ৬৫৮টি কলেজ থেকে এক লাখ ২৪ হাজার ৩১৫ জন পরীক্ষাথী পরীক্ষায় অংশ নিয়েছেন এবার। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৯ হাজার ২২৩ জন।

এবার অকৃতকার্য হয়েছেন ৩৫ হাজার ৮২ জন। এর মধ্যে শুধু ইংরেজিতে অকৃতকার্য ২৯ হাজার ৬৮ জন।