গাছ ভেঙে পড়ে সিলেটের পথে এক ঘণ্টা ট্রেন বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে রেললাইনের ওপরে গাছ ভেঙে পড়ে সিলেটের পথে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2019, 07:46 AM
Updated : 15 July 2019, 07:46 AM

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান,সোমবার সকাল সাড়ে ৮টা থেকে সিলেটের পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর রেললাইনে একটি বড় গাছ শিকড়সহ ভেঙে পড়ে। এতে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে এবং সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।”

পরে ভেঙে পড়া গাছটি সরিয়ে নিলে সকাল ৮টা ৫০ মিনিটে কালনি ট্রেনটি শমশেরনগর স্টেশন থেকে গন্তব্যের পথে ছেড়ে যায় বলে জানান স্টেশন মাস্টার জানান।

শ্রীমঙ্গল রেলওয়ের গণপূর্ত বিভাগ (পথ) এর উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন, রেলকর্মীরা ভেঙে পড়া গাছটি কেটে সরিয়ে নিলে সিলেটের পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।