রিফাত হত্যা: আরও ২ জনের স্বীকারোক্তি

বরগুনার রিফাত শরীফ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আরও দুইজন আদালতে জবানবন্দি দিয়েছেন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2019, 04:07 PM
Updated : 14 July 2019, 04:07 PM

রোববার বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।

এরা হলেন টিকটক হৃদয় ও রাতুল সিকদার।

এ দুজন নিয়ে হত্যা মামলায় এখন পর্যন্ত নয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির জানিয়েছেন, রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি টিকটক হৃদয়কে গত ৩ জুলাই প্রথমবারের মতো পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। গত ১০ জুলাই পুনরায় তাকে আদালতে হাজির করে ফের ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।

“আাজ (রোববার) আদালতে হাজির করা হলে সে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।”

পরিদর্শক হুমায়ূন আরও জানান, সন্দেহভাজন আসামি রাতুল সিকদারকে ১১ জুলাই গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রাতুলও আজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এর আগে অলি, তানভীর, চন্দন, মো. হাসান, মো. সাগর, নাজমুল হাসান ও রাফিউল ইসলাম রাব্বী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গত ২৫ জুন সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে (২৩) স্ত্রীর সামনেই কুপিয়ে জখম করে একদল যুবক। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিফাতের মৃত্যু হয়।

বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন জানান, রিফাত হত্যা মামলায় রোবিবার পর্যন্ত ১৪ জন আসামি গ্রেপ্তার হয়েছে।

মামলার প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।