বিয়ের আনন্দ শেষ না হতেই বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

নীলফামারীতে নিজের বৌভাত উপলক্ষে লাগানো বাল্ব খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2019, 03:38 PM
Updated : 14 July 2019, 03:38 PM

রোবাবার সকালে এ ঘটনায় জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের সুবেন্দ্র নাথ রায়ের ছেলে দীপক চন্দ্র রায় নিহত হন।

গত শুক্রবার একই ইউনিয়নের কিষামত জ্ঞানদাস কানাইকাটা গ্রামের জগদীশ চন্দ্র রায়ের মেয়ে কণিকা রাণী রায়ের সঙ্গে তার বিয়ে হয়। পরদিন তার বাড়ির আঙিনায় বৌভাত সম্পন্ন হয়।

নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন নবী বলেন, “ঘটনাটি লোকমুখে শুনেছি। খোঁজখবর নিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি।”

নিহতের প্রতিবেশী হরিপদ রায় (৩৫) বলেন, “বিয়ের আনন্দ শেষ না হতেই বিদায় নিতে হলো দীপককে। তার এমন মৃত্যুর শোকে ওই নববধূসহ হতবাক পরিবারের সদস্যরা।”

তিনি জানান, রোবাবার সকালে গোয়ালঘর থেকে গরু বের করার সময় বাড়ির আঙিনায় বৌভাতের আয়োজনের একটি বাল্ব জ্বলতে দেখেন। সেই বাল্বটি হোল্ডার থেকে খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি।