রুয়েটে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

রাজশাহীতে রূপালী ব্যাংকের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় নিরাপত্তা কর্মীকে ‍কুপিয়ে ডাকাতির চেষ্টা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2019, 06:36 AM
Updated : 12 July 2019, 07:04 AM

মতিহার থানার ওসি শাহাদত হোসেন খান জানান, বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনায় আহত ব্যাংকের নিরাপত্তা কর্মী লিটনকে রাহশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

ওসি বলেন, “এক লোক ব্যাংকের ফটকের তালা ভেঙে ঢুকে নিরাপত্তা কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে ভল্টের দেয়াল ও ক্যাশ কাউন্টারের কয়েকটি টেবিলের ড্রায়ার ভাঙার চেষ্টা করেন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে সে পালিয়ে যায়।”

পরে আহত লিটন ব্যাংকের ম্যানেজারকে ফোন করেন এবং খবর পেয়ে পুলিশ গিয়ে লিটনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান ওসি।  

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী উপ-কমিশনার রুহুল কুদ্দুস বলেন, “ব্যাংকের টাকা লুট করার জন্যই ওই দুর্বৃত্ত ভেতরে ঢুকেছিল। তাকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।