যশোরে ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি আহত

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

যশোর  ও বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2019, 08:37 AM
Updated : 11 July 2019, 09:47 AM

বেনাপোল থানার ওসি আবু সালেহ মো. মাসুদ করিম জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠে এ ঘটনা ঘটে।

আহত ইসরাফিল ইসলাম (৩০) বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

ওসি বলেন,“ ভারত থেকে গরু নিয়ে আসার সময় পুটখালীর বিপরীতে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা ইসরাফিলকে লক্ষ্য করে গুলি করে।”

পরে ইসরাফিলকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তার বাবা জানান।

ইসরাফিলের পরিবারের বরাতে খুলনা ২১বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার মশিউর রহমান বলেন, ইসরাফিলসহ কয়েকজন যুবক সীমান্ত পথে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল।

“এ সময় ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে ইসরাফিল গুলিবিদ্ধ হন।”

আহতের মা জাহানারা বেগম বলেন, তার ছেলে ট্রাক চালায়। কযেকদিন ধরে কাজ না থাকায় সে ভারতে গরু আনতে গিয়েছিল। ফেরার সময় বিএসএফ তাকে গুলি করে।

বিজিবি তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলে তারা শুনছেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, ইসরাফিল নামে এক যুবক ভারতে গরু আনতে যেয়ে বিএসএফের গুলিতে আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

যশোর সদর হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান লড বলেন, “ইসরাফিলের বাম পাশের হাতে কনুইয়ের উপরে ও পাজরের কাছাকাছি গুলি লেগেছে। আর একটি গুলি ফুসফুসের পাশ ঘেঁষে চলে গেছে।”

উন্নত চিকিৎসার জন্য ইসরাফিলকে ঢাকায় পাঠানো করা হয়েছে বলে জানান এ চিকিৎসক।