বান্দরবানে খালে পড়ে চাচা-ভাতিজা নিখোঁজ

বান্দরবানে একটি মরদেহ নিয়ে হাসপাতাল থেকে ফেরার পথে খালে পড়ে চাচা-ভাতিজা নিখোঁজ হয়েছেন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2019, 12:26 PM
Updated : 10 July 2019, 12:26 PM

বুধবার সকালে রেমাক্রিপ্রাংসা ইউনিয়নে সীমান্তবর্তী সুংস্বং খালে এ ঘটনা ঘটে বলে রুমা থানার ওসি আবুল হোসেন জানিয়েছেন।

নিখোঁজদের একজন হলেন লালমানথিন বম (৪০)। আরেকজন হলেন তার ভাতিজা, যার নাম পাওয়া যায়নি। তাদের বাড়ি চইখ্যং পাড়ায়।

ওসি আবুল হোসেন জানান, খালে পড়ে দুইজন নিখোঁজের কথা তিনি শুনেছেন স্থানীয় জনপ্রতিনিধির কাছে। দুর্গম ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিস্তারিত এখনও জানা যায়নি।

বান্দরবান জেলা পরিষদ সদস্য জুয়েল বম বলেন, শহরে বেসরকারি একটি ক্লিনিকে অসুস্থ হয়ে চইখ্যং পাড়ার এক ব্যক্তির মৃত্যু হয়। এলাকার লোকজন তার লাশ নিয়ে হাসপাতাল থেকে এলাকায় ফিরছিলেন।

“সুংস্বং খাল পার হওয়ার সময় চাচা-ভাতিজা পানিতে পড়ে নিখোঁজ হয়ে যান।”

রুমার স্থানীয় সাংবাদিক শৈহ্লাচিং মারমা বলেন, এলাকাটি একেবারে সীমান্তবর্তী। রুমা সদর থেকে প্রথমে জিপে করে বগালেক পর্যন্ত যেতে হয়। পরে সেখান থেকে চইখ্যং পাড়াটি ছয় ঘণ্টার হাঁটা পথ।

এর আগে গত ২৯ জুন বেড়াতে এসে রুমার পাইন্দু খালে পড়ে নৌবাহিনীর সাব-লেফটেন্যান্ট সাইফুল্লাহ ও ঢাকার গ্রীণ আর্ট কলেজের ছাত্রী জান্নাত আরা নিখোঁজ হন। পরে ওই খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।