পাওনা টাকা আদায় করতে গিয়ে ‘নিখোঁজ’ ব্যবসায়ীর লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে; যিনি পাওনা টাকা আদায় করেতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন বলে পুলিশ জানায়।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2019, 06:50 AM
Updated : 4 July 2019, 06:50 AM

পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।  

বৃহস্পতিবার সকালে উপজেলা বাবরা গ্রামের একটি আম গাছ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান।

নিহত হোসেন আলীর (৬৫) বাড়ি ওই গ্রামে।

ওসি বলেন, হোসেন জায়গা জমি বিক্রি করে গরুর ব্যবসা শুরু করতেন। বুধবার বিকালে পাওনা টাকা আদায়ের জন্য সদর উপজেলার গান্না গ্রামে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সকালে গ্রামবাসী হোসেনের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন,“মৃতদেহের পাশে একটি ব্যাগে আম, ছাতা, ও পায়ের জুতা পড়ে ছিল।  দুই পা এক সাথে বাঁধা ও মুখে রুমাল গোজা ছিল। তাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”