নীলফামারীতে স্যানিটারি মিস্ত্রি হত্যা: আসামি পিতা-পুত্র গ্রেপ্তার

নীলফামারী সদরে স্যানিটারি মিস্ত্রি জুয়েল ইসলাম হত্যা মামলার দুই আসামি পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2019, 05:54 PM
Updated : 23 June 2019, 05:54 PM

শনিবার বিকালে ডিমলা উপজেলার দক্ষিণ ছাতনাই গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন মহির উদ্দিন ওরফে কালা মহির (৬০) ও তার ছেলে ইদ্রিস আলী (৩০)।

সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, শনিবার বিকালে মামলার চার আসামির মধ্যে প্রধান আসামি ইদ্রিস আলী ও তার বাবা মহির উদ্দিনকে সীমান্ত এলাকা দক্ষিণ ছাতনাই গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রামনগর ইউনিয়নের বিষমুড়ি গ্রামে একটি হোটেলে কর্মরত কাজ করছিল জুয়েল। একই সময়ে জুয়েলকে বাড়িতে পানি সরবরাহের লাইন স্থাপনের কাজ করতে বলেন মাহির। কিন্তু পরে করার কথা বললে আসামিরা তাকে প্রচণ্ড মারধর করে। পরে রংপুর মেডিকেলে শনিবার সকালে জুয়েলের  মৃত্যু হয়।

এ ঘটনায় মহির উদ্দিন ও তার তিন ছেলেকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আবুল কালাম ভুট্টু।