বাউবির এসএসসির ফল প্রকাশ, পাশ ৪৮.১ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2019, 03:04 PM
Updated : 13 June 2019, 03:04 PM

চূড়ান্ত পরীক্ষায় পাশের শতকরা হার ৪৮ দশমিক ১ ভাগ।

বাউবির রেজিস্ট্রার এবং তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহা. শফিকুল আলম জানান, এবার বাউবির এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ৭২ হাজার ৯২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন; এর মধ্যে ২য় বর্ষের পরীক্ষারর্থী ছিল ৩৩ হাজার ৫৯৮ জন।

চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ১৬ হাজার ১৩২ জন শিক্ষার্র্থী কৃতকার্য হয়েছেন বলে তিনি জানান।

তিনি জানান, কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে দুইজন ‘এ’+,  এক হাজার ৬৭৯ জন ‘এ’, পাঁচ হাজার ৪৬ জন ‘এ-’, ছয় হাজার ৬৭ জন ‘বি’, তিনি হাজার ২৮৭ জন ‘সি’ এবং ৫১ জন শিক্ষার্থী ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে নয় হাজার ১০০ জন ছাত্র এবং সাত হাজার ৩২ জন ছাত্রী বলে তিনি জানা।

চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল bou.ac.bd এবং ১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11digits without any space, for example 17010810001) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে।